📆 ইংরেজি:
📅 বাংলা:
🕌 হিজরি:

Ticker

6/recent/ticker-posts

Ad Code

কাজিরহাটে সহকারী শিক্ষিকার প্রেমে নীপার সংসার বিচ্ছিন্নের পথে।

 


বরিশাল জেলার কাজির হাট থানা বিদ্যানন্দনপুর ইউনিয়নের ১৩নং রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসা মুন্নি বেগম’র প্রেম পার্শ্ববর্তি গ্রামের দেলোয়ার হোসেন অবৈধ প্রেমে দেলোয়ারের সংসার বিষন্নের পথে বলে অভিযোগ উঠেছে।


দেলোয়ারের স্ত্রী নিপা অভিযোগ তুলে বলেন আমার স্বামীর সাথে তিন বছর যাবত প্রেমের সম্পর্ক করে আসছে মহিলা শিক্ষিকা মুন্নি বেগম।


গত তিনদিন পূর্বে আমার স্বামীর মোবাইল থেকে রেকর্ড ভিডিও ছবি ধারণ করি আমি, অবশেষ মুন্নি বেগমের বাড়িতে আসি।সহকারী শিক্ষিকা মুন্নি বেগমের মা অজুফা বেগম কে বিষয়টি জানালে তিনি তেলে বেগুনে ক্ষেপে যায় এক পর্যায় আমাকে মারধর করে। আমি মারধর খেয়েও ওই বাড়ির লোকজনদের সম্মুখে আমার স্বামীর কন্ঠ ও মুন্নি বেগমের কন্ঠ ফোনে শুনিয়েছি।


আমি অবৈধ প্রেমের বিচার চাই একজন শিক্ষিকা হয়ে অপর একটি সংসার ফাটল বসাবে এটা মেনে নিতে পারি না। আমি আইন গত বিচারের দ্বারস্থ হব।


এ বিষয় মুন্নি বেগমের বাড়িতে গেলে মুন্নি বেগম কে বাড়িতে পাওয়া না গেলে তার সাথে মোবাইল ফোনে আলাপ করিলে মুন্নি বলে আমার মান সম্মান ক্ষুন্ন করার জন্য কিছু কুচক্র মহল এর কথা রটাইছে,এবং মুন্নি বেগমের মা অজুফা বেগমের সাথে কথা হলে তিনি সকল বিষয় অস্বীকার করে বলেন আমার বাড়িতে নিপা নামের এক মহিলা এসেছে আমরা মারধর করিনি।


ওই বাড়ির লোকজন জানায় নিপা নামের এক মহিলা এসেছিল তবে উভয়ের মধ্যে ১০ হাজার তুই হাতাহাতি হয়েছে।


এলাকাবাসী জানিয়েছে মুন্নি বেগম পরকীয়া কারণে ইতিপূর্বে তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে।


সূত্র: মেহেন্দিগঞ্জ টাইমস



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ