ভোলার বোরহানউদ্দিন কে এই প্রতারক শুভ? কেউ চিনলে প্রশাসনকে তথ্য দিন।
গতকাল ১২ই ফেব্রুয়ারি সকাল ১১টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের চেয়ারম্যান বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবসায়ীদের জরিমানা করে টাকা হাতিয়ে নেন এই প্রতারক। ভুয়া ম্যাজিস্ট্রেটক শুভকে প্রতারণায় সহায়তা করেন স্থানীয় হাসান নগর ইউনিয়নের আনসার কমান্ডার হারুনুর রশিদ। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। আজ ঘটনাটি মাঠ পর্যায়ে পরিদর্শনে যান বোরহানউদ্দিন এসিল্যান্ড (ভূমি) ও উপজেলা আনসার কর্মকর্তা। প্রতারণার বিষয়টি নিয়ে চেয়ারম্যান বাজার ব্যবসায়ীরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। ভুক্তভোগী ব্যবসায়ী আলমগীর অভিযোগ করে বলে, আমার কাছে কোন টাকা ছিল না এরপরও ম্যাজিস্ট্রেট পরিচয়ে ২০০০ টাকা জরিমানা করে নিয়েছে এই দুই প্রতারক, আমি এর বিচার চাই।
তবে মুঠোফোন এই প্রতারক সাংবাদিকদের হুমকি দিয়ে জানায় যে, প্রতারক শুভ ইনকাম ট্যাক্স বোরহানউদ্দিন উপজেলার অফিসের ফিল্ড অফিসার এবং উক্ত ফেইক আইডি কার্ডটি সাংবাদিকদের প্রেরণ করে প্রতারক শুভ । উল্লেখ্য যে, বোরহানউদ্দিনে কোন ইনকাম ট্যাক্স অফিস নেই। এছাড়া ভোলা জোনের ইনকাম ট্যাক্স উপ-কমিশনার নুরুল ইসলাম জানান, অভিযুক্ত শুভ একটা প্রতারক।। এই নামে ইনকাম ট্যাক্স অফিস কোন স্টাফ তাদের নেই।। খুব শীঘ্রই ওকে আইনের আওতায় আনা হবে।।
বিষয়টি নিয়ে চলছে আমাদের আরো অনুসন্ধান, প্রতারক ভূয়া ম্যাজিস্ট্রেটে শুভকে কেউ চিনলে আমাদের তথ্য দিন।
0 মন্তব্যসমূহ