নিজস্ব প্রতিবেদক ।। বরিশালের বাকেরগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ মিজানুর রহমান রাজা (৪০) ও ছোট ভাই রেজাউল রহমান রাজা(৩৫) কে মারধর করেছে স্থানীয় ভূমিদস্যু সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। কোর্টের রায়কে অমান্য করে স্থানীয় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবত জমি দখলের পায়তারা চালাচ্ছিল ওই সন্ত্রাসীরা।
সোমবার দুপুর ২:৩০ টায় ঐ থানার ৩ নং দারিয়াল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কাজলা কাঠি গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলো ওই গ্রামের বাসিন্দা মৃত আব্দুল মোতালেব মিয়ার ছেলে। বর্তমানে তারা মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা ছত্তার গংরা ভূয়া ডিগ্রী করে ভুক্তভোগীর জমি দখলে নেয়। ভুক্তভোগী পরিবার ২০১১ সালে ওই জমি নিয়ে আদালতে মামলা করে। যার মামলা নং ১১৩/২০১১। মামলা চলমান অবস্থায় স্থানীয় সালিশ মীমাংসার মাধ্যমে উভয়ের ভিতরে লিখিত চুক্তিবদ্ধ হয় মামলার রায় যে পক্ষ পাবে তারা জমি ভোগ দখল করিবে।
২০২৩ সালের ২ অক্টোবর ভুক্তভোগীর পরিবার ওই জমিতে আদালতে চলমান মামলার রায় পায়। এরপর থেকেই প্রতিপক্ষরা ওই জমির আদালতের মামলার রায় উপেক্ষা করে জোর করে ভোগ দখলের পায়তারা চালায়। এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান। ঘটনার দিন পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছত্তার আকন , শরাফত চৌকিদার সহ অজ্ঞাত ৭/৮ জন সন্ত্রাসীরা এ হামলা করে। এ সময় ডাক চিৎকার শুনে চাচাতো ভাই মনির রাজা ছুটে আসলে তাকেও মারধর করা হয়।
পরে বাকেরগঞ্জের শশী তদন্ত কেন্দ্রের এস.আই শাহ আলম ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য তৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করা হয়। প্রশাসন ও সরকার প্রধানের কাছে এর সুষ্ঠু বিচারের দাবি করেছে ভুক্তভোগী পরিবার।এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।
0 মন্তব্যসমূহ