পটুয়াখালী বাউফল উপজেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে ইউপি চেয়ারম্যান মনজুর আলম ও সোহাগ সিকদার নামে সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজারের মজিবর মেম্বারের দোকান থেকে চেয়ারম্যান মঞ্জুরুল আলমকে এবং একই দিন রাত ৯টায় যৌতা বাজার থেকে সোহাগ সিকদারকে গ্রেপ্তার করা হয়।
মনজুর আলম উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আদাবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। সোহাগ সিকদার বাউফল সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, মনজুরুল আলমকে নিজ ইউনিয়নের কাশিপুরবাজার থেকে ও সোহাগ সিকদারকে যৌতা বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরোক মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এ পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট অভিযানে ১০জনকে গ্রেফতার করা হয়েছে
0 মন্তব্যসমূহ