📆 ইংরেজি:
📅 বাংলা:
🕌 হিজরি:

Ticker

6/recent/ticker-posts

Ad Code

ভোলার তুলাতুলি ঘুরতে আসা স্বামী স্ত্রীর উপর হ|ম′লার ঘটনায়,দুই জন কিশোর গ্যাং সদস্য গ্রেফত|র।

 



কিশোর গ্যাংয়ের অপরাপর সদস্যরা পর্যটকসহ ঘুরতে আসা তাহার পরিবারের অপর সদস্যদের মারধরসহ শ্লীলতাহানী অন্যান্য অপরাধমুলক কর্মকান্ড করে।
ঘটনাটি স্থানীয় উপস্থিত লোকজন মোবাইলে ভিডিও ধারন করে ফেইসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং ভিডিওটা সারা দেশে ব্যাপকভাবে ভাইরাল হয়। পাশাপাশি ঘটনাটি বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়।

বর্নিত ঘটনার ভুক্তভোগী বাদী হয়ে আরমান ও হৃদয়সহ ০৪ (চার) জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১০/১২ জনকে বিবাদী করে উল্লেখিত মামলা করলে, মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের জন্য র‍্যাব ক্যাম্প, ভোলা এর নিকট অধিযাচনপত্র প্রদান করেন।
অধিযাচনপত্র প্রাপ্তির পর র‍্যাব ক্যাম্প, ভোলার র‍্যাব সদস্যরা ঘটনার সহিত জড়িত এজাহারনামীয় আসামীদের অবস্থান সনাক্তের চেষ্টা করা কালে জানা যায় যে, আসামী আরমান এবং হৃদয় ঘটনার পর ঢাকায় গিয়ে আত্নগোপন করেছে 

এবং ১৫/০২/২০২৫ ইং তারিখ তারা ঢাকা থেকে লঞ্চ যোগে ভোলার উদ্দেশ্যে রওয়ানা করেছে। বিষয়টি নিশ্চিত হয়ে র‍্যাব ক্যাম্প, ভোলার র‍্যাব সদস্যরা ইলিশা লঞ্চঘাটে অবস্থান নেয়। অদ্য ১৬/০২/২০২৫ ইং তারিখ ০০:৪৫ ঘটিকার সময় লঞ্চটি ঘাটে ভিড়ালে যাত্রীরা লঞ্চ থেকে নামার সময় আসামী আরমান(১৯)


 এবং হৃদয় (১৮) দ্বয়কে সনাক্তপূর্বক র‍্যাব ক্যাম্প, ভোলার র‍্যাব সদস্যদের কর্তৃক গ্রেফতার করা হয়।
আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ