📆 ইংরেজি:
📅 বাংলা:
🕌 হিজরি:

Ticker

6/recent/ticker-posts

Ad Code

ভোলার তজুমদ্দিনে গরু চু*রি করতে গিয়ে গণপি*টুনি-তে দুই চে| র নি-হ*ত!


ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ভূঁইয়া বাড়ির দরজায় গরু চু*রি করতে গিয়ে ধ*রা পড়ে দুই যুবক। স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে গণ*পি*টুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃ*ত্যু হয়।


নিহ*ত*দের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—

১. নয়ন (২৬), তজুমদ্দিন উপজেলার বালিয়া কান্দির বাসিন্দা।

২. আমির হোসেন (২৭), বোরহানউদ্দিন উপজেলার খাসমহল এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, গভীর রাতে (চ|রের দল গরু চু*রি করতে আসে। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন ও এলাকাবাসী তাদের ধরে ফেলে। উত্তেজিত জনতা তাদের বে*ধড়*ক ম|র*ধর করলে ঘটন|স্থলেই তাদের মৃ*ত্যু হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ