কাজিরহাটে বিমান বাহীনির অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসারের বাসায় দুধর্ষ চুরি।
>>>>>>>>>>>>>>>>>>>
এইচ এম আনিছুর রহমান।
মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার গৌরিপুর গ্রাম ৩ নং ওয়ার্ডের বাসিন্দা বাংলাদেশ বিমানবাহিনীর অবসর প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোঃ মিজানুর রহমান এর বাসায় গত ২০ ফেব্রয়ারী বিকাল আনুমানিক ৬টা হইতে ২১ ফেব্রয়ারী সকাল ৯ টার মধ্যে দুধর্ষ চুরির ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, জনাব মিজানুর রহমান স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে হিজলায় তার শশুর বাড়ি ১৮ তারিখ বেড়াতে যায়। ২১ তারিখ সকাল ৯টায় প্রতিবেশী সেলিম সিকদার মোবাইল ফোনে ঘরে চুরির সংবাদ জানালে তিনি বাড়িতে এসে দেখেন চোর চক্র বিল্ডিং এর পূর্ব, উত্তর পাশ্বের গেট খুলে ঘরে প্রবেশ করে মাষ্টার বেড রুমে ডুকে আলমারি ও ওয়াড্রপের লকার ভেঙ্গে নগদ ৮ লাখ টাকা, স্বর্নের নেকলেস, রুলি, চেইন, লকেট, ব্রেসলেট, কানের দুল, পায়ের নুপুর সহ মোট ১৫ ভরি স্বর্ন ও ২০ ভরি রুপা চোর চক্র নিয়ে যায়। কাজিরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সেখান থেকে চোরের রেখে যাওয়া একটি সচল মোবাইল সেট, বা্ংলালিংক সিম ও ২ জিবি একটি মেমোরি কার্ড উদ্ধার করেন। এই ঘটনায় কাজিরহাট থানায় অবসরপ্রাপ্ত মিজানুর রহমান বাদি হয়ে একটি চুরির মামলা দায়ের করেন, মামলা নং ০৭।
0 মন্তব্যসমূহ