📆 ইংরেজি:
📅 বাংলা:
🕌 হিজরি:

Ticker

6/recent/ticker-posts

Ad Code

বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কু*পি*য়ে হ*ত্যা, অভিযুক্তের বাড়িতে আ*গু*ন

 



নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীর কাউনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুরুজ গাজী নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় তার সাথে থাকা নয়ন হাওলাদারের নামের আরেক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় জনতা ক্ষুব্দ হয়ে অভিযুক্তদের বাড়িতে আগুন জালিয়ে দিয়েছে।

রোববার (২ মার্চ) সন্ধ্যার পর নগরীর কাউনিয়া শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় নগরীর কাউনিয়া শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে বসে সুরুজ গাজী ও শাহিন হাওলাদার ওরফে সোনা শাহিনের মধ্যে জালিয়াতি করে জমি বিক্রিকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এ সময় শাহিনের স্ত্রী সাবানা, বড় ছেলে ইমরান ও ছোট ছেলে লিয়ন দেশীয় অস্ত্র রাম দা নিয়ে সুরুজের উপর আক্রমন করে সুরুজ ও নয়নকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই সুরুজের মৃত্যু হয়। এবং নয়নকে গুরুত্বর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এদিকে স্থানীয় জনতা ক্ষুব্দ হয়ে অভিযুক্ত শাহিনের বাড়িতে আগুন জালিয়ে দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে অভিযুক্তদের বাড়িতে দেয়া আগুন নেভানোর চেষ্টা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ