নিজস্ব প্রতিবেদক :: বরিশাল কর অফিসের প্রধান সহকারীর বি.রু.দ্ধে ধ.র্ষ.ণ মা.মলা।
নার্সকে জিম্মি করে ধর্ষণ এবং অন্ত:স্বত্তা হওয়ার পর ভ্রুন নষ্ট করার অভিযোগে বরিশাল কর কমিশনার অফিসের প্রধান সহকারীসহ দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দম ট্রাইব্যুনালে মামলাটি করেন ভুক্তভোগী শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র ষ্টাফ নার্স। ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম মামলায় আনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।
মামলার আসামী হুমায়ন কবির সুমন (৪০) বরিশাল কর কমিশনার অফিসের প্রধান সহকারী ও নগরীর ১৪ নম্বর ওয়ার্ড রিফিউজি কলোনীর বাসিন্দা হোসেন আলী হাওলাদারের ছেলে। অপরজন মাসুম বিল্লাহ নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকার সিয়াম মেডিকেল হলের মালিক।
মামলায় বাদী অভিযোগ করেন-বরিশাল কর অফিসে জমা দেয়া আয়কর ফাইল থেকে তার মোবাইল নম্বর সংগ্রহ করে প্রধান সহকারী হুমায়ন কবির সুমন। পরে বিভিন্ন সময় ফোন করে সখ্যতা গড়ে। এক পর্যায়ে তার পরিবারসহ এক কন্যা সন্তানের জননী নার্সের বাসায় বেড়াতে আসে। তখন সুমন তাকে পরামর্শ দেয় ‘কন্যার দিকে বাসার গৃহপরিচারিকা ঠিকমতো খেয়াল রাখে না। এজন্য নার্সের বাসায় সিসি ক্যামেরা স্থাপন করে লিংক সুমন তার নিজের মোবাইলে নেয়। বাসার সিসি ক্যামেরার মাধ্যমে নার্সের আপত্তিকর ভিডিও এবং ছবি ধারন করে। ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে এবং ভিডিও ধারন করে। ধর্ষণে নার্স অন্ত:স্বত্তা হলে ভ্রুন নষ্ট করে। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে মামলা করেন ওই নার্স।
0 মন্তব্যসমূহ