📆 ইংরেজি:
📅 বাংলা:
🕌 হিজরি:

Ticker

6/recent/ticker-posts

Ad Code

আলিমাবাদ সমাজ কল্যাণ সংস্হার ইফতার মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: সেচ্ছাসেবী সংগঠন আলিমাবাদ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে  ক্রাুউন রেস্টুরেন্ট, বিবি রোড,নারায়নগঞ্জে সভাপতি ইমারান হোসেনের সভাপতিত্বে সেক্রেটারি মোঃ রাকিব হোসেনের পরিচালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিতহয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগন্জ ফোরামের সম্মানিত সেক্রেটারি সগীর বিন সাঈদ এবং প্রধান বক্তা ছিলেন 

আলিমাবাদ সমাজ কল্যান সংস্থার  প্রধান উপদেষ্টা মাহমুদুল হাসান মাসুদ। আরো উপস্হিত ছিলেন উপদেষ্টা -  জামাল মল্লিক,ফিরোজ আহমেদ লিয়ন,

 সিনিয়র সহ সভাপতি মো. কবির দফাদার  মো. কাউছার খাঁন, মো. শাহাজামাল। 

যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাইম ইসলাম প্রচার সম্পাদক 

মো. শাহারিয়ার ইসলাম সুজন সহ অনন্য সদস্যরা প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ