📆 ইংরেজি:
📅 বাংলা:
🕌 হিজরি:

Ticker

6/recent/ticker-posts

Ad Code

 



মেহেন্দিগঞ্জে চারটি গ্রামের মানুষের ভরসা নড়বড়ে সাঁকো,

নারী ও শিশুদের চরম ভোগান্তি।

তথ্যচিত্রে: এইচএম আনিছুর রহমান।

মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের শান্তিরহাট বাজার সংলগ্ন খালের উপর স্থানীয় উদ্যোগে ওই সাঁকো তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে ব্রিজ নির্মাণের দাবি জানালেও তা পূরণ হয়নি।

সরজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে খালের ওপর ব্রিজ নির্মাণের দাবি জানালেও তা বাস্তবায়িত হয়নি। ঝুঁকি নিয়ে শিশুশিক্ষার্থীসহ এলাকাবাসীকে বাঁশের সাঁকো দিয়ে পার হতে হয়।

শান্তিরহাট খালের এক পাড় থেকে আরেক পারে যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। স্থানীয় উদ্যোগে ওই সাঁকো তৈরি হয়েছে। চারটি গ্রামের চার-পাঁচ হাজার মানুষ সাঁকো দিয়ে যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে তাঁরা ব্রিজ নির্মাণের দাবি জানালেও তা পূরণ হয়নি।

শান্তিরহাট বাজারের পাশ দিয়ে খালটি বয়ে গেছে লালগাড়াবাদের দিকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনপ্রতিনিধিদের অনাগ্রহের কারণে খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেই।

গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সারা বছর এই খালে পানি থাকে। খালটি স্থানীয় চারটি গ্রামকে উত্তর ও দক্ষিণ পাড়ায় ভাগ করেছে। এসব পরিবারের যাতায়াতের বড় সমস্যা খাল। দীর্ঘদিন আগে থেকেই গ্রামবাসী সাঁকো তৈরি করে যাতায়াত করেন। দীর্ঘদিনেও ব্রিজ নির্মাণ করা হয়নি। সাঁকোটির দক্ষিণ পাশে রয়েছে শান্তিরহাট বাজার ও দরবেশ কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শান্তিরহাট বাজারের গ্রাম্য চিকিৎসক ডাঃ আনোয়ার হোসেন জাহাঙ্গীর বলেন, দীর্ঘদিন ধরে এখানে  দেখছি বাঁশের সাঁকো দিয়ে নারী ও শিশু সহ সাধারন খেটে খাওয়া মানুষ পারাপার হচ্ছে।

স্থানীয় কলেজ ছাত্র মাসুদ হাওলাদার বলেন, আমার বুজ হওয়ার পর থেকেই এই বাঁশের সাঁকো ব্যবহার করছি। ছোটবেলা থেকে বাপ-চাচাদের সাঁকো তৈরি করে চলতে দেখেছি। এখনো তা–ই দেখছি।

স্থানীয় দরবেশ কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, যোগাযোগব্যবস্থা ভালো না থাকায় এলাকার শিক্ষার্থীরা ঠিকমতো আসতে পারে না। শিক্ষার্থীসহ চার গ্রামের কয়েক হাজার মানুষ ভোগান্তিতে আছেন। কোনো অনুষ্ঠান, প্রয়োজনে রিকশা, ভ্যান বা গাড়ি খাল পাড়ে রাস্তায় রাখতে হয়। জমি আবাদ করা, ফসল আনা–নেওয়ার ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছেন লোকজন। এখানে জরুরি ভিত্তিতে একটি ব্রিজ নির্মাণ করা দরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ