📆 ইংরেজি:
📅 বাংলা:
🕌 হিজরি:

Ticker

6/recent/ticker-posts

Ad Code

 


অসময়ে লাউ চাষ করে বিপাকে কৃষক। 


মাঘ মাস প্রায় শেষের দিকে, আর এই সময় লাউয়ের বাম্পার ফলন হয়েছে আলিমাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সেলিমাবাদের বাসিন্দা বেল্লাল হোসেনের। লাউয়ের বাম্পার ফলন হলেও দাম পাচ্ছেন না কৃষক। 


এখন শীত প্রায় শেষের দিকে তাই লাউয়ের স্বাদ এবং ক্রেতার চাহিদা দুটোই কমে গেছে। তাই বাম্পার ফলন হওয়ার পরেও বাজারে চাহিদা না থাকার কারণে তার লাউ খেতে বসেই নষ্ট হচ্ছে।

মৌসুমে যেই লাউয়ের দাম ছিল ৭০ থেকে ৮০ টাকা সেই লাউ এখন বিক্রি করতে হচ্ছে মাত্র ২০ টাকায়। তাও ক্রেতা পাওয়া যাচ্ছে না।

বেল্লাল হোসেনের সাথে কথা বলে জানা যায়, তিনি ১৬ শতাংশ জমির উপরে এই লাউয়ের চাষ করেছেন। খরচ হয়েছে ২০ হাজার টাকার মত। কিন্তু এই টাকার অর্ধেক তিনি লাউ বিক্রি করে তুলতে পারবেন না। 

উল্লেখ্য যে, শীতকালীন সবজিগুলোর মধ্যে অন্যতম। লাউ এক প্রকার লতানো উদ্ভিদ যা এর ফলের জন্যে চাষ করা হয়। 

এটি বর্ষজীবী দ্বিবীজপত্রী উদ্ভিদ। কাঁচা অবস্থায় সবজি হিসেবে খাওয়া হয়, আর পরিপক্ব অবস্থায় শুকিয়ে এটি বোতল, পাত্র বা নল হিসেবে ব্যবহার করা হয়।।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ