ভোলার দৌলতখানায় পারিবারিক কবরস্থান থেকে ৫টি কবর খনন করে নিয়ে গেছে ২ নারীর মরদেহ।
শুক্রবার ৭ ফেব্রুয়ারি ২০২৫ গভীর রাতে উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর ৭ নং ওয়ার্ডের মীরা বাড়ির পারিবারিক কবরস্থান এই ঘটনা ঘটে।
এই লাশগুলি কারা চুরি করে নিয়ে গেছে সেটা জানা না গেলেও স্থানীয়রা বলছেন খনকার কিংবা কবিরাজের দ্বারাই এই লাশ চুরি হয়েছে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গত এক মাস আগে তিন সন্তানের জননী শাহানারা বেগমের লাশ দাফন করা ছিল এখানে সেই লাশ চুরি হয়ে গেছে।
অবুঝ ৩ সন্তান প্রতিদিনই আসতো এই কবরের কাছে কিন্তু তার মায়ের লাশ চুরি করে নিয়ে যাওয়ায় কারণে তারা আজ শেষ স্মৃতিটুকু ধরে রাখতে পারছে না।
যেই দুটি লাশ চুরি হয়েছে দুইটাই নারীর। একটি মারা গেছে ১ মাস আগে অপরটি ১ বছর আগে।
যেই ২ লাশ নিয়ে গেছে তার একটির নাম হচ্ছে বিবি হাজেরা আরেকটি শাহনাজ বেগম।
এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরা ভোলা জেলা জুড়ে।
স্থানীয় সহ আত্মীয়-স্বজনরা এই লাশের দ্রুত সন্ধান চায় প্রশাসনের কাছে। এবং যারা এই নেককারজনক ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তির আওতায় আনা হোক এটাই সকলের প্রত্যাশা।
মায়ের চুরি হওয়া যাওয়া লাশের কবরের উপর মাটি দিচ্ছে অবুঝ শিশুরা।
0 মন্তব্যসমূহ