বরিশালে বিপিএলের ট্রফি নিয়ে বিশৃঙ্খলা। আহত ১০।
টানা দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ২০২৪ সালের ট্রফি জেতার পর লঞ্চে করে ট্রফি নিয়ে বরিশাল নিয়ে আসার কথা থাকলেও নিরাপত্তার স্বার্থে সেটা আর আনা হয়নি।
এবার দ্বিতীয়বার জয়লাভ করে ট্রফি নিয়ে বরিশাল বেলেজ পার্কে এসেছিলেন ফরচুন বরিশালের ক্রিকেট টিম। কিন্তু অব্যাবস্থাপনার কারণে সেটি পন্ড হয়ে যায়।
রোববার ৯ ফেব্রুয়ারি নগরীর বেলেজ পার্ক মাঠে আয়োজন করা হয়েছিল এই ট্রফি উৎসব। কিন্তু স্টেজে এত পরিমাণ লোক উঠেছিল যে খেলোয়াড়রা সেখানে উঠে ঠিকমতো জায়গা পাচ্ছিলেন না যে কারণে তারা পাঁচ মিনিটের বেশি স্টেজ থাকতে পারেন।
বরিশালের বেলেজ পার্ক লোকে লোকারণ্য হয়ে গেছে ক্রিকেটপ্রেমী মানুষের। এত পরিমান মানুষ যেটা প্রশাসন সামাল দিতে পারছিল না। ট্রফি প্রদর্শনের শেষে সেখানে কনসার্ট হওয়ার কথা ছিল।
ট্রফি প্রদর্শন এবং দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর কথা ছিল সেখানে হবে কনসার্ট। তবে লাখো জনতার ভিড় সামলাতে যতটা নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার ছিল তা না থাকার পাশাপাশি আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় শেষ পর্যন্ত কিছুই হয়নি তার। বিক্ষুব্ধ জনতার জুতা-চেয়ার নিক্ষেপ আর ক্ষোভের বহিঃপ্রকাশের মধ্যদিয়ে পণ্ড হয়ে যায় সব।
0 মন্তব্যসমূহ