📆 ইংরেজি:
📅 বাংলা:
🕌 হিজরি:

Ticker

6/recent/ticker-posts

Ad Code

মেহেন্দিগঞ্জে সরকারি সড়ক বুঝিয়ে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য

 


নিজস্ব প্রতিবেদন, বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার কালিকাপুর এলাকায় সরকারি রাস্তা বিক্রি ও ব্যক্তি মালিকানায় বুঝিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর একই এলাকার বাসিন্দা শাহীন ও শামীম বেপারী দিকে


অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে শাহীন ও শামীম বেপারী তাদের নিজ মালিকানাধীন চার শতাংশ জমি বিক্রি করেন দেলোয়ার ফকিরের কাছে। তবে জমি বিক্রির পরও দেলোয়ার ফকিরকে জমি বুঝিয়ে দেননি তারা। পরে সামাজিকভাবে সমাধানের চেষ্টা করলে, অভিযোগ রয়েছে—জমির পরিবর্তে শাহীন ও শামীম বেপারী সরকারি রাস্তার একটি অংশ দেলোয়ার ফকিরকে দেখিয়ে দেন।


এ ঘটনায় এলাকায় চরম প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকাবাসীরা প্রশ্ন তুলেছেন—জনসাধারণের ব্যবহৃত একটি সরকারি রাস্তা কীভাবে ব্যক্তি মালিকানার জমি হিসেবে দেখানো হলো?


জানা গেছে, কালিকাপুর ড্রেনপাড়ের এ সড়কটি সরকারি বরাদ্দে প্রায় তিন থেকে চার বছর আগে নির্মিত হয়। এটি অন্তত অর্ধশতাধিক পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা।


ভুক্তভোগী দেলোয়ার ফকির এবং স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দাবি করেছেন—প্রকৃত জমির দাগ অনুযায়ী সরকারি রাস্তা বাদ দিয়ে প্রকৃত জমি বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ