বাবুগঞ্জ প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজারে অবস্থিত ‘বৃষ্টি জুয়েলার্স’-এর মালিক গৌতম হালদারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। রবিবার সকালে ঘটনাটি ফাঁস হলে স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা যায়, বৃষ্টি জুয়েলার্সের নিচতলায় দোকান চালালেও একই ভবনের উপরে বসবাস করেন প্রতারণার শিকার মো. এনামুল ও তার পরিবার। বেশ কিছুদিন আগে এনামুল তার শ্বশুরবাড়ি থেকে পাওয়া আট আনা ওজনের একটি স্বর্ণের আংটি মেরামতের জন্য ছেলে আব্দুল্লাহকে দিয়ে গৌতম হালদারের দোকানে পাঠান।
রবিবার এনামুল আংটির খোঁজ নিতে গেলে গৌতম প্রথমে অস্বীকার করেন। পরে জানান, তিনি আব্দুল্লাহর কাছ থেকে মাত্র ৫০০ টাকায় আংটিটি কিনে নিয়েছেন। এতে বাজার জুয়েলার্স পট্টিতে হৈচৈ পড়ে যায়।
বাজার কমিটি ও স্থানীয়দের মধ্যস্থতায় গৌতম হালদার চার আনা ওজনের একটি নতুন আংটি তৈরি করে এনামুলের বাসায় দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।
এ বিষয়ে এনামুল বলেন, “আমার আংটি গৌতম ভেঙে বিক্রি করেছে। পরে ধরা পড়ার পর চার আনার একটি আংটি দিয়ে গেছে।”
স্থানীয়দের অভিযোগ, গৌতম হালদার পূর্বেও এমন প্রতারণার ঘটনা ঘটিয়েছেন এবং সুযোগ পেলেই গ্রাহকদের ঠকিয়ে থাকেন।
0 মন্তব্যসমূহ